২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের ঘোষণা বিএনপির

নয়াপল্টনে সমাবেশের পর ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি: মুনতাকিম সাদ/স্টার

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। 

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

সমাবেশের পর ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন দলের নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে এ মিছিল শুরু হয়। 

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ। ছবি: এমরান হোসেন/স্টার

যানজটের কথা বিবেচনা করে মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সংক্ষিপ্ত হবে বলে দলের নেতারা জানিয়েছেন।

মিছিলের আগে সমাবেশে আগামী ২৫ জানুয়ারি 'গণতন্ত্র হত্যা দিবস' উল্লেখ করে ১০ দফা দাবিতে সারাদেশব্যাপী সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজ এই মিছিল-সমাবেশ করছে। নির্দলীয়–নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে দলটি।

১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সেদিনের কর্মসূচি থেকে আজকের মিছিল-সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপির আজকের কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইটিঙ্গেল মোড়ের দিকে পুলিশের সাঁজোয়া যান রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago