প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার বিকেল ৩টায় সেখান থেকে র‍্যালি শুরু হওয়ার কথা। দুপুরে জুমার নামাজের পর থেকেই নয়াপল্টনে আসতে শুরু করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

নয়াপল্টন থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, খণ্ড খণ্ড শ্লোগানমুখর মিছিল নিয়ে শত শত বিএনপি নেতাকর্মী সেখানে জড়ো হচ্ছেন।

রঙিন ক্যাপ পরে, ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান দিয়ে তারা র‍্যালির প্রস্তুতি নিচ্ছেন। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ মোড় পর্যন্ত নেতাকর্মীদের দেখা যায়। রঙিন ক্যাপ পরে, ব্যানার-পোস্টার নিয়ে, সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা র‍্যালির প্রস্তুতি নিচ্ছেন।

নয়াপল্টনের কাছে সড়কের একপাশে যানবাহন চলাচল করছে। ওই এলাকায় নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দলের শীর্ষ নেতারা তখনো পৌঁছাননি।

ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এ র‍্যালির আয়োজন করেছে। দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

5m ago