৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
ঝিনাইদহের কালীগঞ্জের একতারপুর এলাকায় লাইনচ্যুত নকশিকাঁথা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার কাজ শেষ হওয়ার পর সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ সোমবার ভোররাত ২টা ৩০ মিনিট থেকে খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার শাহজাহান শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রোববার দিনগত রাত ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। আড়াই ঘণ্টা চেষ্টার পর উদ্ধার কাজ শেষ হয়। আজ ভোররাত আড়াইটা থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।'
রেল সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ ও কোটচাঁদপুরে মাঝে একতারপুর এলাকায় বাম্পার ভেঙে ট্রেনের চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়।
Comments