কালীগঞ্জে ইউপি সদস্যের নেতৃত্বে চলছিল জুয়ার আসর, গ্রেপ্তার ৯ 

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পিপুলিয়া নামক এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসফিয়াক মোহাম্মদ খালিদের (৪২) নেতৃত্বে চলছিল জুয়ার আসর। গোপনে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানান স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই জুয়ার আসর থেকে ইউপি সদস্য খালিদসহ ৯ জনকে আটক করে গ্রেপ্তার দেখিয়েছে। খালিদ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।

গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চালানো পুলিশের এই অভিযানে আসর থেকে জুয়া খেলার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিমুলিয়া এলাকার অফিল উদ্দিন সরকারের ছেলে লিটন সরকার (৫৩), পিপুলিয়া এলাকার শরিফুল ইসলামের ছেলে অরিফুল ইসলাম (৪১), আওলাদ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৫১), হেলাল উদ্দিন সরকারের ছেলে কামরুজ্জামান (৪৪), মেজবাহ উদ্দিন সরকারের ছেলে রতন সরকার (৫৩),  আলাউদ্দিনের ছেলে শাহিন সরকার (৫৩), গুলবর হোসেনের ছেলে মোহাব্বত হোসেন (৫২), আজমল হোসেনের ছেলে আশফিয়া মোহাম্মদ খালিদ (৪২) ও শ্রীকান্ত চন্দ্র দাসের ছেলে সুকমল চন্দ্র দাস (৩০।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিপুলিয়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ইউপি সদস্য খালিদের নেতৃত্বে নিয়মিত জুয়ার আসর বসত। শুক্রবার রাতে আসর চলাকালে জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে সেখান থেকে তাস ও নগদ ৫ হাজার ৭০০ টাকা জব্দ করে পুলিশ।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, 'শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।'

Comments

The Daily Star  | English

One stabbed among at least four injured in clashes during NCP rally in Bogura

The incident occurred around 4:30pm near the Titu Auditorium in Bogura town during a programme organised by the NCP

1h ago