হালকা বৃষ্টির পূর্বাভাস, সোমবার থেকে কমতে পারে তাপমাত্রা
দেশের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার রাতে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'আজ রাতে বৃষ্টি না হলেও আগামীকাল দিনের যেকোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ১৬ জানুয়ারি থেকে দেশের তাপমাত্রা আরও কমে যেতে পারে।'
এসময় রাজশাহী ও রংপুর অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Comments