নতুন সিদ্ধান্ত দুদকের ক্ষমতাকে খর্ব করবে

দুর্নীতি দমন কমিশন যে আইন দ্বারা পরিচালিত বিভিন্ন সময়ে সেখানে সংশোধন আনার চেষ্টা হয়েছে। সম্প্রতি কমিশন তার উপপরিচালক ও সহকারী পরিচালক বদলি এবং পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুদক সচিবদের হাতে ন্যস্ত করেছে। এ ধরনের পরিবর্তন কমিশনের ক্ষমতা ব্যাপকভাবে খর্ব করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুদকের এসব বিষয় নিয়ে দ্য ডেইলি স্টার অপিনিয়ন-এর সঙ্গে কথা বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

5h ago