আজকের মধ্যে বক্তব্য না দিলে বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থা: দুদক সচিব

বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

আজকের মধ্যে দুর্নীতি দমন কমিশনে উপস্থিত হয়ে বক্তব্য না দিলে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক সচিব।

আজ রোববার এক প্রেস ব্রিফিংয়ে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তার বক্তব্য প্রদানের জন্য আজ ২৩ জুন তারিখ নির্ধারণ ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কি না সে বিষয়ে আমাদেরকে কিছু জানাননি বা অবগত করেননি।'

'আজকে অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদান না করলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে। আগামীকাল তার স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারাও উপস্থিত না হন তাহলে তাদের বিষয়েও অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।'

 

Comments

The Daily Star  | English

Fishermen lost at sea: Authorities install plaque while families await aid

At least 188 fishermen have gone missing in the past three decades in Barguna's Patharghata upazila

11m ago