বাবুলের বিরুদ্ধে বনজ কুমারের মামলার প্রতিবেদন জমার তারিখ আবারও পেছলো

বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে পিবিআই প্রধানের দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে ধানমন্ডি থানাকে আবারও নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় অপর ৩ আসামি বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু, তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

তাদের মধ্যে বাবুল আক্তার এখন কারাগারে এবং তার বাবা ও ভাই জামিনে রয়েছেন। দেশের বাইরে রয়েছেন আরেক আসামি ইলিয়াস হোসেন।

ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম আজ বৃহস্পতিবার কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম এ আদেশ দেন।

চতুর্থবারের মতো এই মামলার তদন্ত প্রতিবেদন দিতে তারিখ নিয়েছে পুলিশ।

মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে গত বছরের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

২০১৬ সালের ৫ জুন বন্দর নগরীর জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।

মামলার বিবৃতিতে বনজ কুমার আসামিদের বিরুদ্ধে মিতু হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো, তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করা, সাম্প্রদায়িকতা উসকে দেওয়া, পিবিআই ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ এনেছেন।

ইলিয়াসের তৈরি ও অনলাইনে প্রচারিত একটি ভিডিওর কারণে মামলাটি করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

Dhaka sends diplomatic note to Delhi to send back Hasina: foreign adviser

The Ministry of Foreign Affairs has sent a diplomatic note to the Indian government to send back ousted former prime minister Sheikh Hasina to Dhaka.

4h ago