পরীমনির বিরুদ্ধে মাদক মামলা ৬ মাস পরিচালনা না করার আদেশ

পরীমনি বিরুদ্ধে মাদক মামলা
পরীমনি। ফাইল ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনি বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম ৬ মাস পরিচালনা না করার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার আপিল বিভাগ পরীমনির বিরুদ্ধে মাদক মামলার সঙ্গে সংশ্লিষ্ট আদালতকে এই আদেশ দেন।

এ ছাড়াও, গত বছরের ১ মার্চ 'মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না' সংক্রান্ত রুল এই ৬ মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির আদেশও দিয়েছেন আপিল বিভাগ।

যদি হাইকোর্ট এই ৬ মাসের মধ্যে সেই রুল নিষ্পত্তি করতে না পারেন তাহলে মামলার কার্যক্রম আবার শুরু হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বে ৩ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন: বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago