পরীমনির মাদক মামলা বাতিলের আবেদন খারিজ

পরীমনি। ফাইল ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

এ বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী মামলা বাতিলের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

আবেদনে আইনজীবী জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাটির বিচারকাজ শেষ করার জন্য নির্ধারিত সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আদালত নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে ব্যর্থ হওয়ায় মামলাটি বাতিল করা উচিত।

তবে, ১৩৫ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি বাধ্যতামূলক নয় উল্লেখ করে এই আবেদন খারিজ করে দেওয়া হয়। 

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আত্মপক্ষ সমর্থনের আবেদন নাকচ করে দিয়ে জানান বিচার প্রক্রিয়া চলবে।

এ সময় র‌্যাব-১-এর উপপরিদর্শক আবু হেনা মো. মোস্তফা কামাল আদালতে জবানবন্দি দেন।

এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago