ধামরাইয়ে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় শিশু মরিয়ম মারা গেছে
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় দেড় বছরের শিশু মরিয়ম আক্তার মারা গেছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শিশুটির শরীরে ১৫ শতাংশ দগ্ধ ছিল। বাকি ৪ জনের অবস্থাও গুরুতর।
এর আগে শনিবার ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থানের সংলগ্ন দুতলা বাড়ির নিচ তলায় ওই দুর্ঘটনা ঘটে।
বর্তমানে জোসনা আক্তার ৪০ শতাংশ, সাদিয়া ৭৫ শতাংশ, হোসনে আরা ২৫ শতাংশ ও মনজুরুল ৩৩ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী ভাড়াটিয়া মো. নিজাম শেখ জানান, ভোরে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বিকট একটি শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচ তলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচ তলায় গিয়ে দেখেন, বাসাটির ভেতর ৫ জন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছেন। আর আগুনে বিছানার কিছুটা পুড়ে গেছে। তখন তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।
স্বজনদের ধারণা, ভোরে রান্নার জন্য উঠে আগুন জালানোর পর লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়ে তারা দগ্ধ হয়েছেন। অন্য বাসাগুলোতে লাইন গ্যাস থাকলেও ওই বাসাতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। মনজুরুলের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলার।
Comments