বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'বিএনপি শুধু সমালোচনা করে। কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায় তারা সেই চেষ্টা করে যাচ্ছে। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যাতে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়, অশান্তি সৃষ্টি না হয়, হানাহানি না হয়- যেটা আমাদের বিরোধী দল চেষ্টা করছে।'  

আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ৪০ বছর এখানে এমপি-মন্ত্রী ছিলেন। মানিকগঞ্জে কতটুকু উন্নয়ন তখন হয়েছে, আর গত ১০-১২ বছরে কতটুকু উন্নয়ন হয়েছে এই বিষয়ে আপনারাই বিচার করতে পারবেন। বিচার করলে বুঝতে পারবেন আপনাদের পাশে কে ছিল, আপনাদের ভোটের মূল্যায়ন কে দিয়েছে, উন্নয়ন যতটুকু হয়েছে কে করেছে?'

'আমরা চেষ্টা করেছি উন্নয়ন করতে। আমরা যদি আমাদের উন্নয়ন বজায় রাখতে চাই তাহলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে', যোগ করেন তিনি।

জাহিদ মালেক আরও বলেন, 'আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে আছে, উন্নয়নের সঙ্গে আছে। মানুষ শান্তি চায়, বিশৃঙ্খলা-অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা, রাজাকার, আলবদর চায় না। তারা চায় স্বাধীনতার স্বপক্ষের লোক এবং শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে। কারণ আওয়ামী লীগের মাধ্যমেই উন্নয়ন হয়েছে দেশে।'

জেলা ছাত্রলীগের সভাপতি এম সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষার, জেলা মহিলা আওয়ামী সভাপতি কাজী মৃদুল রহমান।

Comments

The Daily Star  | English

Bus electrocution in Gazipur: 3 IUT students die, 15 injured

The three students, in a panic, attempted to jump off the bus but were electrocuted after they came in contact with the electrified body of the vehicle

30m ago