দক্ষিণ কোরিয়া থেকে এল আরও ১৫টি মিটারগেজ রেল কোচ
দক্ষিণ কোরিয়া থেকে দ্বিতীয় চালানে আরও ১৫টি মিটারগেজ রেল কোচ এসে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।
আজ বুধবার বিকেল ৪টায় চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটিতে কোচগুলো খালাস কার্যক্রম শুরু হয়।
গত ২৪ ডিসেম্বর কোরিয়া থেকে কোচগুলো নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এমভি স্টার টাইচি নামে জাহাজটি।
নতুন কোচগুলো খালাস শেষে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) হয়ে পাহাড়তলী কারখানায় নিয়ে যাওয়ার কথা রয়েছে।
রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন কোচগুলো বন্দরে এসে পৌঁছেছে। এগুলোর খালাস কার্যক্রম চলছে।'
রেলকে গতিশীল করতে দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি কোচ কেনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ প্রকল্পে আওতায় প্রথম ও দ্বিতীয় চালানে ১৫টি করে মোট ৩০টি মিটারগেজ কোচ এসে পৌঁছেছে।
Comments