পুলিশ পরিদর্শকের নির্যাতনে উপপরিদর্শক স্ত্রী হাসপাতালে

Jessore Map
স্টার অনলাইন গ্রাফিক্স

যশোরে যৌতুকের মামলা তুলে না নেওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এক পরিদর্শকের বিরুদ্ধে তার উপপরিদর্শক (এসআই) স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার উপপরিদর্শক শাহাজাদী আক্তারকে (৪০) গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার ভোররাতে যশোর শহরের খড়কি এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। তবে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন পরিদর্শক কামরুজ্জামান।

শাহাজাদী আক্তার যশোর সদর কোর্ট জিআরওতে কর্মরত আছেন। আর পুলিশ পরিদর্শক কামরুজ্জামান কর্মরত আছেন ঝিনাইদহ পিবিআইয়ে।

শাহাজাদী আক্তারের অভিযোগ, কামরুজ্জামানের সঙ্গে তার বিয়ে হয় ২০০০ সালে। বর্তমানে তাদের ২ ছেলে স্কুল ও কলেজে লেখাপড়া করে। যৌতুকের দাবিতে স্বামী কামরুজ্জামান মাঝে মধ্যেই তকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। যৌতুক আইনে তার বিরুদ্ধে মামলাও করেন শাহজাদী। ছুটিতে বাড়ি এসে কামরুজ্জামান ওই মামলা তুলে নিতে চাপ দেন।

শাহজাদী আক্তারের দাবি করেন, যৌতুকের মামলা তুলে নিতে অস্বীকার করায় শনিবার ভোররাতে কামরুজ্জামান তাকে ছুরিকাঘাত করেন। এতে মাথা-হাতসহ শরীরের বিভিন্ন জায়গা জখম হয় তার। পরে তাকে লাঠি দিয়ে পেটানো হয়। ছেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ছাড়া স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগও করেন তিনি।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুস সামাদ জানান, শাহজাদীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামের ভাষ্য, তারা শাহাজাদীকে নির্যাতনের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। বিষয়টি 'ডিপার্টমেন্টাল'। ঊর্ধ্বতন কর্মকর্তারা এটি দেখছেন।

Comments

The Daily Star  | English

IMF sets new loan conditions

Bangladesh must clear dues, hit steep revenue, reserve targets for next tranche

7h ago