জামালপুরে চুরির অভিযোগ তুলে রাজমিস্ত্রিকে নির্যাতন, আটক ২

ভিডিও থেকে নেওয়া

জামালপুরের সদর উপজেলায় মো. মামুন (৩০) নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে ঘরের ভেতর আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঘটনাটি গত বুধবার রাতে ঘটলেও আজ শুক্রবার নজরে আসে। শাহবাজপুরের পূর্ব পাড়ার বাসিন্দা হাসমত তালুকদারের বাড়িতে তাকে মারধর করা হয়।

মামুনের বাড়ি শাহবাজপুরের গণেশপুর এলাকার। তার বাবার নাম আবদুল হাকিম। মামুন পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনায় পুলিশ মো. ইলিয়াস (২৫) ও মো. মিজানুর রহমান (২৫) নামে দুজনকে আটক করেছে। নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনজুরুল হক জানিয়েছেন, তাদের বাড়ি শাহবাজপুর পূর্ব পাড়া এলাকায়।

এই ঘটনার একটি ভিডিও চিত্র দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে তিনজন লাঠি দিয়ে মারধর করছিলেন। পরে আরও দুজন যোগ দেন।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

মনজুরুল হক বলেন, 'হাসমত তালুকদারের বাড়িতে নির্মাণকাজ করছিলেন মামুন। পাওনা টাকা চাইতে গেলে হাসমত ও তার স্বজনরা তাকে চোর অপবাদ দিয়ে মারধর শুরু করেন।'

মামুনের প্রতিবেশী তাহের আলী বলেন, 'মামুনকে চোর অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করা হয়েছে। এমন নির্যাতন কোনো মানুষ করতে পারে না।'

এই ঘটনার পর থেকে হাসমত তালুকদারের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার বাড়িতে গিয়ে দেখা গেছে, সেখানে তিনি নেই।

পুলিশ জানিয়েছে, মামুনের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।'

মামুনের মা মাজেদা বেগম বলেন, 'আমার ছেলে পাওনা টাকা চাইতে গিয়েছিল, কিন্তু তাকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আমি চাই, ঘটনার সঙ্গে জড়িত সবার কঠোর শাস্তি হোক।'

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

1h ago