বাকি পরিশোধ করতে বলায় দোকানে আগুন দেওয়ার অভিযোগ

আগুন দেওয়ার ঘটনায় দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দোকানদারের দাবি। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে পাওনা ১ হাজার টাকা পরিশোধ করতে বলায় দোকানদারের ২ দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

রোববার ভোরে উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর গ্রামের শাকিল স্টোরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর ভুক্তভোগী দোকানদার উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৫৫) থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক লিখিত অভিযোগের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

অভিযোগে বলা হয়, একই উপজেলার বাকা ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা শুভর কাছে শনিবার রাতে তিনি দোকান বাকি বাবদ ১ হাজার টাকা চান। শুভ তাকে ৫০০ টাকা দিতে গেলে তিনি পুরো টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুভ তার দোকানে আগুন ধরিয়ে দেবে বলে হুমকি দেয়।

পরে ভোরের দিকে দোকানে আগুন লাগার খবর পান আব্দুল মান্নান।

খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানের আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকানদার আব্দুল মান্নানের অভিযোগ, অগ্নিকাণ্ডে তার দোকানের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

জানতে চাইলে ওসি আব্দুল খালেক ডেইলি স্টারকে বলেন, 'ধারণা করা হচ্ছে আগুনে দোকানের ১০-১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে শুভ নামে এক যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী দোকান মালিক লিখিত অভিযোগ দিয়েছেন।'

পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে তিনি জানান।

Comments