সভাপতি শেখ হাসিনা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সভাপতি শেখ হাসিনা। ছবি: পিআইডি

টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক পদেও পুনর্নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। 

আজ শনিবার ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন থেকে এই দুজনের নাম ঘোষণা করা হয়।

বিকেলে কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় পর্বে সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আমির হোসেন আমু। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার প্রস্তাবে সমর্থন জানান। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলের সভাপতি ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগের ঢাকা জেলা নেতা পনিরুজ্জামান তরুণ এই প্রস্তাবে সমর্থন জানান। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হারুন সন্ধ্যায় নির্বাচিত দুই নেতার নাম ঘোষণা করেন।

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

7h ago