সাভারে আ. লীগের জনসভা: ঢাকা-আরিচা মহাসড়কে ২ কিলোমিটার যানজট

রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ছবি: স্টার

সাভারে আওয়ামী লীগের জনসভার কারণে রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুই কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে আয়োজিত এ জনসভায় আজ শনিবার সকাল থেকেই নেতাকর্মীরা সভাস্থলে রেডিও কলোনিতে মিছিল নিয়ে যেতে থাকেন। দুপুরের দিকে মহাসড়কে যানজট বাড়তে থাকে। 

বেলা ৩টার দিকে রেডিও কলোনি এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের দুই পাশে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

ইতিহাস পরিবহনের চালক মো. ওমর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ গাড়ি রাস্তায় নামাতে চাইনি। কিন্তু দুপুরের পর চন্দ্রা থেকে যাত্রী নিয়ে হেমায়েতপুরের উদ্দেশে রওয়ানা হই। কিন্তু ৩০ মিনিট ধরে আটকে আছি। সমাবেশের কারণে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা রেডিও কলোনি এলাকায় আসছেন বলে এ যানজটের সৃষ্টি হয়েছে।'

বাস যাত্রী রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাইপাইল থেকে হেমায়েতপুরে যাওয়ার জন্য বাসে উঠেছিলাম ৩টার দিকে। কোনো যানজট ছাড়াই বিপিএটিসি পর্যন্ত পৌঁছালেও, তারপর থেকে যানজটে আটকে আছি।'

প্রায় ৪০ মিনিট ধরে তিনি রেডিও কলোনি এলাকায় আটকে ছিলেন বলে জানান।

জানতে চাইলে ঢাকা উত্তর ট্রাফিক ইনস্পেক্টর (প্রশাসন) আব্দুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হঠাৎ মহাসড়কে আজ যানবাহনের চাপ বেড়ে গেছে। আমরা সড়ক গতিশীল রাখতে কাজ করে যাচ্ছি।' 

দুপুর ২টার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ শুরু হয়। এদিন সকাল ১০টা থেকে দলে দলে মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল নিয়ে জনসভা স্থলে যেতে দেখা যায়।

ইতোমধ্যে জনসভাস্থল নেতাকর্মীতে পূর্ণ হয়েছে। সমাবেশটি দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Comments