গোলাপবাগে ব্যারিকেড বোঝাই ট্রাককে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া

গোলাপবাগ মাঠের সামনে ব্যারিকেড বোঝাই ট্রাককে ধাওয়া দিতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। ছবি: শাহীন মোল্লা/স্টার

রাজধানীর গোলাপবাগ মাঠ সংলগ্ন রাস্তায় ব্যারিকেড বোঝাই একটি ট্রাককে ধাওয়া দিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

শনিবার ভোররাত ২টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে। 

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, সায়েদাবাদ থেকে ব্যারিকেড বোঝাই একটি ট্রাক গোলাপবাগের দিকে আসছিল। ট্রাকটি মাঠের সামনে এসে ব্যারিকেড নামানোর চেষ্টা করে। সে সময় রাস্তায় অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা ট্রাকটিকে ধাওয়া দেয়।

গোলাপবাগ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

ধাওয়া খেয়ে ট্রাকটি কমলাপুরের দিকে চলে যায়।

মাঠের সামনের সড়কে ব্যারিকেড দেওয়া হতে পারে, এমন ধারণা থেকে বিএনপি নেতাকর্মীরা ট্রাকটিকে ধাওয়া দেয় বলে জানা গেছে। 

এ সময় সড়কে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। মাঠের ভেতরে কিছু পুলিশ সদস্য থাকলেও, তারা মাঠের বাইরে আসেননি।

ট্রাকটিকে ধাওয়া দেওয়ার পর মাঠ থেকে আরও বেশ কিছু নেতাকর্মী সড়কে এসে অবস্থান নেয়।

মাঠের ভেতরে গিয়ে দেখা যায়, সেখানে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অবস্থান করছেন। সমাবেশস্থলের এক পাশে মঞ্চ তৈরির কাজ চলছে, ব্যানার-প্ল্যাকার্ড স্থাপন করা হচ্ছে মাঠের বিভিন্ন স্থানে।

Comments

The Daily Star  | English

Saudi Arabia announces Eid-ul-Azha for June 6

The crescent moon was sighted in the Kingdom this evening

28m ago