বিএনপি কার্যালয় থেকে খিচুড়ি-চাল-ডেকচিসহ ১৫ ককটেল উদ্ধার: ডিবি প্রধান

বিএনপি কার্যালয় তল্লাশিকালে রান্না করা খিচুড়ি পেয়েছে পুলিশ। ছবি: আসিফুর রহমান/স্টার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানকালে খিচুড়ি, চাল ও ডেকচিসহ ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ বুধবার সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, 'বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেক-ডেকচি উদ্ধার করা হয়েছে।'

কার্যালয় থেকে একটু দূরে চালবোঝাই ট্রাক। ছবি: আসিফু রহমান/স্টার

সেসময় কার্যালয় ও আশপাশের এলাকা থেকে ৩ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

হারুন অর রশীদ আরও বলেন, 'সংঘর্ষে অনেক পুলিশ আহত হয়েছেন, তাদের ওপর ককটেল ছোঁড়া হয়েছে। আহতরা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সংখ্যা এখন বলতে পারব না, আমরা এখন হাসপাতালে যাচ্ছি।'

এরপর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago