ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাফর ইকবালকে হত্যার অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নিহত চেয়ারম্যানের স্ত্রী মাহফুজা আক্তার বাদী হয়ে রায়পুরা থানায় এ মামলা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন-মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, তার বাবা ফিরোজ মিয়া, ইউপি সদস্য মরম আলী ও বাবুল মিয়াসহ মোট ১৩ জন। এ ছাড়াও অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
গত শনিবার বিকেল ৪টার দিকে রায়পুরার মির্জাচর ইউনিয়নের শান্তিপুর বাজার এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মো. জাফর ইকবাল।
রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল মির্জাচর ইউনিয়ন পরিষদের পরপর ২ বারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন তিনি।
জানতে চাইলে নিহতের স্ত্রী মাহফুজা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারের জন্যই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়ার নির্দেশে তার কর্মী আমার স্বামীকে গুলি করে হত্যা করে। গত ৬-৭ বছর ধরে আমার স্বামীর সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরেই তাকে হত্যা করা হয়েছে।'
তিনি বলেন, 'হত্যাকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আরও যারা যারা জড়িত থাকতে পারে তাদের নামেই মামলা করেছি।'
যোগাযোগ করা হলে ওসি মো. আজিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
'নিহতের স্ত্রী বাদী হয়ে আজ বিকেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেটি আমরা মামলা হিসেবে এজহারভুক্ত করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি,' বলেন তিনি।
Comments