বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন করেনি: খায়রুল কবির খোকন

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে খায়রুল কবির খোকন। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সরকার পতনের আন্দোলন করেনি। তারা কোটাবিরোধী আন্দোলন করেছিল।'

আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় এ মন্তব্য করেন খায়রুল কবির।

এ সময় তিনি আরও বলেন, 'তারা (বৈষম্যবিরোধীরা) ৩ তারিখে (৩ আগস্ট) এক দফার আন্দোলনে গিয়েছিল, কিন্তু বিএনপি বহু আগে থেকেই সরকার পতনের একদফার আন্দোলনে অংশ নিয়েছে।'

সরকার পতনের একদফা আন্দোলন প্রসঙ্গে এই বিএনপি নেতার ভাষ্য, বিএনপি সরকারের পতন ঘটানোর জন্য একদফা আন্দোলন শুরু করেছিল। এ আন্দোলনের মূল পরিকল্পনাকারী ছিলেন তারেক রহমান। যদিও তিনি শারীরিকভাবে দেশের বাইরে থাকেন, কিন্তু তার নেতৃত্বের শক্তি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে লড়াই করছে এবং জনগণকে আন্দোলনের জন্য উৎসাহিত করছে।

এর পাশাপাশি শেখ পরিবারের দুর্নীতি নিয়েও কথা বলেন খায়রুল কবির। তিনি বলেন, শেখ পরিবারের সদস্যরা যেখানে গেছেন, সেখানে ক্যানসারের মতো দুর্নীতি ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার) পদ থেকে ইস্তফা দেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুইয়া, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা।

Comments

The Daily Star  | English

Will protect investments of new entrepreneurs: Yunus

Yunus held a meeting with young entrepreneurs at the state guest house Jamuna where15 male and female entrepreneurs participated

4h ago