দুর্বৃত্তের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
দুর্বৃত্তের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্নব কুমার সরকার (২৮) নিহত হয়েছেন।
আজ শুক্রবার দিবাগত রাত সোয়া ৯টার দিকে নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
অর্নব খুলনার সোনাডাঙ্গা এলাকার আবু আহম্মেদ সড়কের ৪৫/৩-খ বাড়ির বাসিন্দা নিতিশ চন্দ্র সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) শিক্ষার্থী ছিলেন। তার রোল নম্বর ২৩০৩১৭।
ব্যবসায় প্রশাসন অনুষদের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনের মো. এহসান হাবিব দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, 'রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড় এলাকায় দুর্বৃত্তরা অর্ণবকে লক্ষ্য করে গুলি করেন। তার মাথায় গুলিবিদ্ধ হয়।'
'স্থানীয়রা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,' বলেন এহসান।
Comments