আলপনায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা চারুকলা শিক্ষার্থীদের

চট্টগ্রাম নগরীর বিভিন্ন রাস্তায় আলপনাগুলো আঁকেন শিক্ষার্থীরা। ছবি: মো. নজরুল ইসলাম/ স্টার

আওয়ামী লীগের মহাসমাবেশে যোগ দিতে আগামীকাল রোববার চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সমাবেশস্থলের আশপাশের এলাকায় সড়কে আলপনা এঁকেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন রাস্তায় আলপনাগুলো আঁকেন শিক্ষার্থীরা।

গত ২ নভেম্বর শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়াকে কেন্দ্র করে শুরু হয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন। শুরুতে অবকাঠামোগত সুবিধা আদায়ের দাবি থাকলেও পরবর্তীতে তা মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলনে রূপ নেয়। ইতোমধ্যে ১ মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত দাবি পূরণ হয়নি আন্দোলনকারীদের।

তাই এবার আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন।

আলপনা অঙ্কনের বিষয়ে চারুকলার ১৫-১৬ সেশনের শিক্ষার্থী শিহাব দ্য ডেইলি স্টারকে বলেন, 'মূলত মাননীয় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামে স্বাগত জানাতে এবং আমাদের আন্দোলনের প্রতি উনার দৃষ্টি আকর্ষণ করতেই আমাদের এই উদ্যোগ। আমরা সিআরবি, সাত রাস্তার মোড় ধরে পলোগ্রাউন্ড পর্যন্ত সড়কে আলপনা করছি। আমাদের অঙ্কনের বিষয় হিসেবে আমরা বেছে নিয়েছি বিভিন্ন লোকজ বিষয়, বাঘের মুখোশ, প্যাঁচার মুখোশ।'

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago