সমাবেশে যাওয়ার পথে ‘পুলিশি বাধার মুখে’ বগুড়া বিএনপির নেতা-কর্মীরা

পুলিশ মোটরসাইকেল আটকে বাধা দেয় বলে অভিযোগ বগুড়া বিএনপির নেতা-কর্মীদের। ছবি: সংগৃহীত

রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশে যোগ দিতে যাওয়া বগুড়া বিএনপির নেতা-কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, আজ শুক্রবার দুপুর ১২টায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সারপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের প্রায় ৩০০ মোটরসাইকেলের বহর আটকে দেয়।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম রিগান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বগুড়া থেকে আমরা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মীরা ২০০-৩০০টি মোটরসাইকেল নিয়ে রাজশাহীর সমাবেশে যোগ দেওয়ার জন্য রওনা হই। বগুড়া শহরে কোনো বাধার সম্মুখীন না হলেও পথে নানা জায়গায় বাধার সম্মুখীন হই।'

'এর মধ্যে দুপচাঁচিয়ায় এলে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেয়। কাগজপত্র চেক করার নামে প্রায় ৩০ মিনিট আটকে রাখে। পরে ছেড়ে দেয়। নানা জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা আমাদের বাধা দিচ্ছে। সামনে আরও বাধা আসবে বলে আমরা মনে করছি। তাই আমরা আগামীকালের সমাবেশে যোগ দিতে পারব কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে', বলেন তিনি।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে বলেন, 'এই রাস্তা দিয়ে দল ধরে অনেকগুলো মোটরসাইকেল বেপরোয়াভাবে যাচ্ছিল। আমরা তাদের আটকিয়ে কাগজপত্র ও ব্যাগ চেক করছিলাম। কী কারণে, তারা কোথায় যাচ্ছিলেন, এসব জিজ্ঞাসা করে পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

45m ago