‘বাধা উপেক্ষা করেই’ রাজশাহী যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা
বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ আগামীকাল শনিবার শহরের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশ ঘিরে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা আজ শুক্রবার থেকে রাজশাহী যেতে শুরু করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ বিএনপি বলছে, তাদের সমাবেশ বানচাল করতেই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। আবার বিভিন্নস্থানে পুলিশ তল্লাশি চালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, নেতা-কর্মীদের হয়রানি করছে। কিন্তু, এসব উপেক্ষা করেই তাদের নেতা-কর্মীরা সমাবেশে যাওয়া শুরু করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজশাহীর জনসভায় আমাদের নেতা-কর্মীদের যেতে না দেওয়ার জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তারা যাতে যেতে না পারে, সেজন্য নানা ধরনের বাধাও দেওয়া হচ্ছে। যেহেতু পার্শ্ববর্তী জেলায় জনসভা, তাই আমাদের চাঁপাইনবাবগঞ্জের নেতা-কর্মীরা অটোরিকশা, মোটরসাইকেল ও ট্রেনে রাজশাহী যাচ্ছেন।'
'যতই প্রতিবন্ধকতা থাকুক, আমাদের নেতা-কর্মীরা সমাবেশ সফল করতে রাজশাহী যাবেনই' বলেন বিএনপির এ নেতা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার (এসপি) এএইচএম আব্দুর রাকিব ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি ঢালাওভাবে অভিযোগ করেছে। এর কোনো ভিত্তি নেই। পুলিশ কোথাও বাধা দিচ্ছে না।'
Comments