পিকে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৪ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ((দুদক)।

প্রায় ৪ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ভাই প্রীতিশ কুমার হালদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন ((দুদক)।

আনান কেমিক্যাল লিমিটেডের পরিচালক প্রীতিশের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মামলাটি করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

মামলার বিবৃতি অনুসারে, প্রীতিশ ২০১৮-১৯ সালে আয়কর ফাইল খোলেন। ২০২০-২১ সাল পর্যন্ত তার আয় ছিল ৪১ দশমিক ৯৭ লাখ টাকা এবং পারিবারিক ব্যয় ছিল ৯ দশমিক ৫ লাখ টাকা।

তিনি ব্যবসা ও সার্ভিস থেকে অর্থ উপার্জনের কথা ঘোষণা করলেও আয়কর ফাইলে এ সংক্রান্ত কোনো নথি উপস্থাপন করতে পারেননি।

এ ছাড়া ফাইলে আরও সাড়ে ৩ কোটি টাকা ঋণ হিসেবে দেখিয়েছেন তিনি। কিন্তু মামলার বিবৃতিতে বলা হয়েছে, কে তাকে ঋণ দিয়েছে তা তিনি উল্লেখ করেননি।

দুদক ২০২১ সালের ৪ এপ্রিল সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য প্রীতিশকে নোটিশ দেয়।

দুদকের কনস্টেবলরা পিরোজপুরের নাজিরপুরের ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদে প্রীতিশের বাসায় গিয়ে তালাবদ্ধ দেখতে পান। ৩ জন সাক্ষির উপস্থিতিতে দুদক সদস্যরা তার বাসভবনের দরজায় নোটিশ টাঙিয়ে দেন। একই বছরের ২০ সেপ্টেম্বর আরেকটি নোটিশ জারি করা হলেও দুদক কোনো উত্তর পায়নি। এরপর দুদক মামলা করে।

মে মাসে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গ থেকে পিকে হালদার এবং প্রীতিশসহ তাদের সহযোগীদের গ্রেপ্তার করে।

আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগে অন্তত ৩৬টি মামলা আছে রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  পিকে হালদারের বিরুদ্ধে।

 

Comments

The Daily Star  | English

World Bank to provide $300m for clean air project: Rizwana

This initiative aims to strengthen air quality management and reduce emissions from key sectors

45m ago