টেস্টের প্রথম দিনে পাঁচশো ছাড়িয়ে ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

Harry Brook

আলোক স্বল্পতায় দিনের খেলা হলো ১৫ ওভার কম। যেন নিস্তার পেলেন পাকিস্তানি বোলাররা। বলতে গেলে দিনভর তাদের উপর নির্মম প্রহারই চালালেন ইংল্যান্ডের ব্যাটাররা। সেঞ্চুরি এলো চারটি, সাদা পোশাকে দেখা গেল টি-টোয়েন্টির ব্যাটিং। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দিনে এই প্রথম কোন দল করে দেখাল পাঁচশোর বেশি রান।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৭৫ ওভারে ইংল্যান্ড তুলেছে ৪ উইকেটে ৫০৬ রান। ওভারপ্রতি রান এসেছে ৬.৭৪ করে! সেঞ্চুরি করেছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ ও হ্যারি ব্রুক।

তাদের স্ট্রাইকরেট দেখলেও চোখ কপালে উঠার দশা হবে। ক্রলি ১২২ রান করেছেন ১১১ বলে। ডাকেট ১১০ বলে ১০৭ রানই মন্থর। পোপ ১০৪ বলে করেন ১০৮। ব্রুক মাত্র ৮১ বলে অপরাজিত আছেন ১০১ রানে। এদিন পাকিস্তানের ৬ বোলারের মধ্যে ওভারপ্রতি ৬ রানের নিচে দিতে পেরেছেন কেবল একজন। তার ইকোনমি রেটও ৫.৬৪!

টেস্টের প্রথম দিনে সবচেয়ে বেশি রান করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার।। ১৯১০-১১ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে তারা করেছিল ৪৯৪ রান। ১১২ বছর পর সেই রেকর্ড ভেঙে ফেলল বেন স্টোকসের দল।

রাওয়ালপিন্ডির রান প্রসবা উইকেটে টস জিতে ব্যাট করতে নেমে তাণ্ডব বইয়ে দিতে থাকেন ক্রলি-ডাকেট। উদ্বোধনী জুটিতে ৩৫ ওভারে চলে আসে ২৩৩ রান! একের পর এক বাউন্ডারি আসতে থাকে উইকেটের চারপাশ থেকে। জহির মাহমুদের বলে ১১০ বলে ১৫ চারে ১০৭ করে ফেরেন ডাকেট।

২১ চারে ১২২ রানের ইনিংস খেলে হারিস রউফের বলে বোল্ড হন ক্রলি। বাকিদের রান বন্যার মাঝে ব্যর্থ ছিলেন সাবেক অধিনায়ক জো রুট। জাহিদের লেগ স্পিনে এলবিডব্লিউ হওয়ার আগে ৩১ বলে ২১ করেন তিনি।

এরপর জমে উঠে পোপ-ব্রুক জুটি। চতুর্থ উইকেটে ১৪৯ বলে তারা তুলেন ১৭৬ রান। মোহাম্মদ আলির বলে ফেরার আগে ১৪ চারে ১০৮ করে যান পোপ।

অধিনায়ক স্টোকস নেমে তুলেন ঝড়। বিকেলের আলোয় লাল বলে খেলতে থাকেন টি-টোয়েন্টির ব্যাটিং। মাত্র ২৫ বলে অবিচ্ছিন্ন জুটিতে এসে গেছে ৪৪ রান। মাত্র ১৫ বলে ৬ চার, ১ ছক্কায় ইংল্যান্ড অধিনায়ক অপরাজিত আছেন ৩৪ রানে।

Comments

The Daily Star  | English

Dhanmondi 32 ripped apart

Protesters last night torched and tore down parts of the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman, after calls in social media for demolishing what they said was a “pilgrimage site of fascism”.

6h ago