রেমিট্যান্স পাঠানো যাবে এমএফএসের মাধ্যমেও

এখন থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমেও দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন প্রবাসীরা।

আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমএফএসগুলোকে আন্তর্জাতিক স্বীকৃত অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম এবং অর্থ লেনদেন সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর অনুমতি দেওয়া হবে।

বৈদেশিক মুদ্রা পেতে এমএফএসগুলোকে বিদেশি অর্থ লেনদেন প্রতিষ্ঠানগুলোর (পিএসপি) সঙ্গে স্থায়ীভাবে সমন্বিত ব্যবস্থা থাকতে হবে এবং রেমিট্যান্সের সমপরিমাণ টাকা প্রবাসীদের এমএফএস অ্যাকাউন্টে জমা করা হবে।

বাংলাদেশ এমএফএস সেবা প্রথম চালু হয় ২০১১ সালে। বর্তমানে, দেশে ১৩টি প্রতিষ্ঠান এমএফএস সেবা দিয়ে থাকে। এসব প্রতিষ্ঠানের গ্রাহক অ্যাকাউন্ট ১৮ কোটির বেশি এবং এসব অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩ হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে।

Comments

The Daily Star  | English

IMF slashes global growth outlook on impact of Trump tariffs

Worldwide economic output will slow in the months ahead as US President Donald Trump's steep tariffs on virtually all trading partners begin to bite

11m ago