জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫

জামালপুর

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিকপটল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মানিকপটল গ্রামের বাদশা মিয়া ও সাত্তার কয়ালের মধ্যে ১ একর ৬৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি আদালত বিরোধপূর্ণ জমি বাদশা, রশিদ ও সুরুজের পক্ষে ডিক্রি দেন।

শনিবার দুপুরে আদালতের নাজির তাদের জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য যান। এসময় প্রতিপক্ষ সাত্তার কয়ালের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়।

আহতরা তারা হলেন--বাদশা (৬০), মাফিজুল (৩০), মমতা (৪৫), বাবু (২০), মিজানুর, মঞ্জুরুল (২৫), মিনহাজ (২২), সুরুজ (৫০), মজিবর (৩৫), সাত্তার কয়াল (৬৫), হাতেম ভাঙি, আলী কয়াল (৫০), সুজন (৪০), মোতালেব (৪৫), মর্জিনা (৩৭)।

এ বিষয়ে বাদশা মিয়া বলেন, আমি আদালত থেকে ডিগ্রি পেয়েছি। আইনের লোক জন আমার জমির সীমানা নির্ধারণ করতে গেলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

প্রতিপক্ষের সাত্তার কয়াল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা বাড়ি করে আছি সেই বাড়ির জমিন তাদের নামে রেকর্ড হয়েছে। তাদের ডিগ্রির বিপক্ষে আপিল করেছি।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাব্বত কবির বলেন, ঘটনা শুনেছি মামলা হলে পদক্ষেপ নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Injured protesters break barricades, take position near CA residence

Witnesses said dozens of protesters first broke through a barricade set up by the police near the Intercontinental Hotel in Shahbagh around midnight

20m ago