মহিলা আ. লীগের সভাপতি চুমকি, সাধারণ সম্পাদক শিলা

মেহের আফরোজ চুমকি ও শবনম জাহান শিলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।

আজ শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সংগঠনের জাতীয় সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বিকেল ৫টার দিকে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ ছাড়া, এ সম্মেলন থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর নতুন সদস্য হয়েছেন সিমিন হোসেন রিমি।

এর আগে, মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। এখন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষণা করা হয়েছে।

এদিকে, মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হয়েছেন শাহেদা তারেক দিপ্তি। আর সাধারণ সম্পাদক হয়েছেন হাসিনা বারী চৌধুরী। দক্ষিণের সভাপতি হয়েছেন সাবেরা বেগম, আর সাধারণ সম্পাদক হয়েছেন পারুল আক্তার।

Comments