সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন মহিলা আ. লীগের নেতা-কর্মীরা

মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে আসা নেতা-কর্মীদের একাংশ। ছবি: আশিক আব্দুল্লাহ্‌ অপু/স্টার

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হতে শুরু করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ফটক দিয়ে মিছিল নিয়ে অনেক নেতা-কর্মীকে সম্মেলনস্থলে ঢুকতে দেখা গেছে।

এর আগে মিছিলটি শাহবাগ ও নীলক্ষেতের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

২০১৭ সালের ৪ মার্চ অনুষ্ঠিত মহিলা লীগের সর্বশেষ কাউন্সিলে সাফিয়া খাতুনকে সভাপতি ও মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়।

২০২০ সালে এই কমিটির মেয়াদ শেষ হলেও করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় ১৯৬৯ সালে।

 

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

14h ago