অপু বিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব

ছবি: সংগৃহীত

অপু বিশ্বাস ও শবনম বুবলি কেউ কারও সঙ্গে কথা বলেন না। দুজন দুজনাকে সবসময় এড়িয়ে চলেন। 

তবে, গতকাল মঙ্গলবার দুপুরে বুবলি তার ফেসবুকে শাকিব খানের দেওয়া উপহারের ডায়মন্ডের নাকফুল নিয়ে একটি পোস্ট দিলে অপু বিশ্বাস খোঁচা দিয়ে লিখলেন,'কী যে মজা'।

অপু বিশ্বাসের খোঁচা মারার পর দিনই আজ বুধবার সকালে শবনম বুবলি তার ফেসবুকে লিখেছেন, 'একজন হঠাৎ করেই বলে উঠল, 'আরে ওই বেটি যে আপনাদের ছবিসহ নিউজ তার নিজের ফেইসবুক ওয়ালে বাঁধাই করে রাখছে। এটাই তো আপনার মজা, তার শয়নে স্বপনে শুধুই আপনি। হাহাহা।'

 

Comments