সারা দেশে আদালতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। ছবি: স্টার ফাইল ফটো

সারা দেশে আদালতে নিরাপত্তা জোরদার করতে পুলিশকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর সর্বোচ্চ আদালত থেকে এই নির্দেশ দেওয়া হলো।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, 'টেলিফোনে পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টসহ সব আদালতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছি যাতে আর কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনতাইয়ের পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।'

তিনি বলেন, দেশের সব আদালত চত্বরে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনেক আগেই বলা হয়েছিল।

আজ রোববার দুপুরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আনসার আল ইসলাম সদস্যকে আদালত থেকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পলাতক আসামিরা হলেন- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল।

জঙ্গিদের ছিনিয়ে নেওয়ার ঘটনার বর্ণনা দিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার ফারুক হোসন দ্য ডেইলি স্টারকে বলেন, আদালত থেকে বের হওয়ায় সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের চোখে জঙ্গিরা এক ধরনের স্প্রে করে। পুলিশ সদস্যরা চোখ কচলে যখন তাকায় তখন দেখতে পায় আসামিরা মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে।

 

Comments