স্বর্ণের দাম ভরিতে বাড়ছে আরও ১৭২১ টাকা
৫ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আগামীকাল শুক্রবার থেকে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭২১ টাকা বাড়ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বুলিয়ন মার্কেটে দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের বর্তমান দাম ৮২ হাজার ৪৬৪ টাকা থেকে বেড়ে ৮৪ হাজার ১৮৫ টাকা হবে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৮ হাজার ৭৩২ টাকা থেকে বেড়ে ৮২ হাজার ৪৬৪ টাকা হবে।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬৭ হাজার ৪৭৬ টাকা থেকে বেড়ে ৬৮ হাজার ৯৩৪ টাকা হবে।
এর আগে সর্বশেষ গত ১২ নভেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।
Comments