স্বর্ণের দামে নতুন রেকর্ড

এখন থেকে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯০৭ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, স্বর্ণ,
রয়টার্স ফাইল ফটো

দেশের বাজারে আরও এক ধাপ বেড়েছে স্বর্ণের দাম, এখন থেকে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯০৭ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ১০ হাজার টাকা।

আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পরিবীক্ষণ সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের ভরি এক লাখ টাকা ছাড়িয়েছিল।

Comments