মালদ্বীপে অগ্নিকাণ্ডে মৃত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে
মালদ্বীপে বিদেশি শ্রমিকদের একটি লজিংয়ে অগ্নিকাণ্ডে মৃত ২ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের জরিফ আলী ও রাজিয়া বেগমের মেয়ে আসিয়া বেগম এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের গোলাম ও মালেকার ছেলে উজ্জ্বল।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
গুরুতর আহত হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের রোকন মোল্লা ও রহিমার ছেলে তৈয়ব মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে রাজধানী মালের মাফান্নুর ইস্কান্দার মাগু এলাকায় প্রবাসী কর্মীদের একটি আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সেনরোজ নামের ওই ভবনের নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই ঘুমিয়ে ছিলেন। ভবনটিতে বেশিরভাগ অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন।
ওই অগ্নিকাণ্ডে মোট ১১ জন বিদেশি শ্রমিক মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ২ জন বাংলাদেশি।
Comments