মালদ্বীপের হ্যান্ডবল ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর বাংলাদেশের আমজাদ 

মালদ্বীপ আন্তর্জাতিক বিমানবন্দরে আমজাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম ভূঁইয়াসহ প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় নাগরিকরা। ছবি: সংগৃহীত

মালদ্বীপের হ্যান্ডবল ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর হিসেবে চার বছরের চুক্তিতে দেশটিতে গেছেন লাল-সবুজ দলের ৪৫ বছর বয়সী সাবেক খেলোয়াড় আমজাদ হোসেন। 

শুক্রবার মালদ্বীপ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী দিদারুল আলম ভূঁইয়াসহ প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় নাগরিকরা।

এর আগে, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আমজাদ হোসেন। তিন বছর বিরতি দিয়ে আবারও দেশটিতে গেছেন তিনি। 

এবার বিশেষ করে মালদ্বীপের তৃণমূল পর্যায়ে হ্যান্ডবল নিয়ে কাজ করবেন আমজাদ। এজন্য মাসিক আড়াই হাজার ডলার বেতন ছাড়াও খাবার, আবাসিক সুবিধা ও বছরে দেশে ফেরার তিনটি টিকিট পাবেন।

নতুন করে মালদ্বীপে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আমজাদ। তিনি বলেন, 'নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে। আগে মালদ্বীপের জাতীয় দল নিয়ে কাজ করেছি। এবার বয়সভিত্তিক দল নিয়ে কাজ করব। উদীয়মানদের শেখানোর সুযোগ পেয়ে আমি আসলেই খুশি।'

Comments

The Daily Star  | English

Dhaka, Delhi eager to take ties forward

Dhaka and New Delhi committed to advancing bilateral relationship for mutual benefit in the first high-level official talks since Bangladesh’s political changeover.

7h ago