অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যু, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর শোক

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। ছবি: সংগৃহীত

বিদেশি শ্রমিকদের একটি লজিংয়ে অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে ফোন করে শোক প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীকে আবদুল্লাহ শহীদ বলেন, 'আমরা ধারণা করছি এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় তদন্ত চলছে।'

পররাষ্ট্রমন্ত্রী অভিবাসীদের পরিচয় নিশ্চিত করতে এবং তাদের পরিচয় জানাতে অনুরোধ করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে।

২ বাংলাদেশির মৃত্যুতে শোক প্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল ভোরে এই অগ্নিকাণ্ডে মোট ১১ জন বিদেশি শ্রমিক মারা গেছেন। তাদের মধ্যে ৯ জন ভারতীয় এবং ২ জন বাংলাদেশি।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সোহেল পারভেজ দ্য ডেইলি স্টারকে জানান, নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ছাড়া, এ ঘটনায় গুরুতর দগ্ধ ফরিদপুরের ভাঙ্গার মোহাম্মদ তায়েব ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

The Daily Star  | English

World approves $300 bn for poor nations in climate deal

Nearly 200 nations approved Sunday a climate deal that raises to at least $300 billion a year the amount wealthy historic polluters pay poorer countries to take action against global warming

1h ago