সিলেটে বিএনপি নেতা কামাল হত্যায় গ্রেপ্তার ১
সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলায় কুটি মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীর গোয়াইটুলা এলাকা থেকে কুটি মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি এ মামলার ৫ নম্বর আসামি। তার বাবার নাম নূর মিয়া।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।'
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর বড়বাজার এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামালকে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে সিলেটের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন কামালের ভাই মইনুল হক।
মামলায় আজিজুর রহমান সম্রাট নামের এক ব্যক্তিকে প্রধান আসামি করা হয়। এছাড়া ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়।
Comments