সিলেটে প্লট হিসেবে বিক্রির জন্য টিলা কাটা, ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের লাখাউড়া এলাকায় টিলা কেটে বাড়ি নির্মাণ। ছবিটি গত সপ্তাহে তোলা। ছবি: শেখ নাসির/ স্টার

সিলেট সদর উপজেলায় প্লট হিসেবে বিক্রি করার জন্য টিলা কাটার অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

গতকাল রোববার সিলেটের পরিবেশ আদালতে মামলা করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশীদ।

মামলায় অভিযুক্তরা হলেন সিলেট নগরীর পূর্ব পাঠানটুলা এলাকার বাসিন্দা আজিজ খান সজিব (৩৪), সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকার মো. আব্দুর রাজ্জাক খান (৩৫), নগরীর নোয়াপাড়া এলাকার ফয়জুল হক (৫২) এবং মালনীছড়া চা বাগানের কোম্পানি বাংলোর বাসিন্দা দেওয়ান শাকিব আহমেদ (৩৩)।

গত ২৫ জানুয়ারি দ্য ডেইলি স্টারে লাখাউড়া এলাকায় টিলা কেটে বাড়ি তৈরি করা হচ্ছে এমন একটি ছবি প্রকাশিত হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারায় করা মামলাটি পরবর্তীতে অগ্রায়নের জন্য আদালতে আবেদন করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ জানুয়ারি সদর উপজেলার আঙ্গারুয়ায় সরেজমিন পরিদর্শনে গিয়ে পরিবেশ অধিদপ্তর টিলা কাটার প্রমাণ পায়। যেখান থেকে প্লট হিসেবে ভূমি বিক্রির উদ্দেশ্যে ৩ লাখ ঘনফুটের বেশি মাটি কাটা হয়েছে।

অনুমতি ছাড়া টিলা কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৬(খ) এর লঙ্ঘন এবং আইনের ১৫ ধারায় দণ্ডনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

1h ago