পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি।
পটুয়াখালী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি।

বিএনপির অভিযোগ, বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা মোটরসাইকেলে বরিশালে যাচ্ছিলেন। ওই মোটরসাইকেলে বহরে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাজাহান খান ছিলেন। এতে তিনিসহ ৩ জন আহত হয়েছেন।

আহত অন্য দু'জন হলেন- তার শাজাহান খানের মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম এবং তার ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিল্প খান। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হামলায় আহত শিপলু খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যার পরে শাহজাহান খান দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলে করে বরিশালে যাচ্ছিলেন। তারা পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকা অতিক্রম করার সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।'

এ সময় ৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'হামলার বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। আমার কাছে কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Water levels of major rivers in Sylhet rising fast following heavy rain

The water level of all major rivers in three districts under Sylhet division has been rising fast as heavy rainfall was recorded in parts of Sylhet and Sunamganj districts, and Meghalaya in India

54m ago