বঙ্গবন্ধু উদ্যান যেন বিএনপি নেতা-কর্মীদের মিলনমেলা

বঙ্গবন্ধু উদ্যানে সমাবেশের জন্য নির্ধারিত জায়গায় সামিয়ানার নিচে বিশ্রাম নিচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা। ছবি: স্টার

ধর্মঘটে অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। চলছে না ৩ চাকার কোনো যানও। ভোলার সঙ্গে নৌ যোগাযোগও বন্ধ। তা সত্ত্বেও বরিশালে শনিবারের বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে ১ দিন আগেই শহরে পৌঁছানো বিএনপি নেতা-কর্মীদের পদচারনায় মুখর হয়ে উঠেছে সমাবেশের জন্য নির্ধারিত বঙ্গবন্ধু উদ্যান।

আজ শুক্রবার সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা আগত বিএনপি নেতা-কর্মীরা বঙ্গবন্ধু উদ্যান ও এর আশপাশের এলাকায় অবস্থান নিতে থাকেন। মিছিলে-স্লোগানে মাতিয়ে তোলেন চারপাশ। উদ্যানসংলগ্ন লেকে গোসল করে জুমার নামাজ আদায় করে তাদের অনেকে এখানেই রান্না করা খাবার খান।

ছবি: টিটু দাস/স্টার

দুপুরে পিরোজপুর থেকে আসা ফরিদ নামের এক বিএনপি কর্মী জানান, তারা একসঙ্গে কয়েক হাজার নেতা-কর্মী ভেঙে ভেঙে বরিশালে পৌঁছেছেন। সঙ্গে করে নিয়ে এসেছেন ৪০০ কেজি চাল ও ১০০ কেজি ডাল।

বরগুনার আমতলী উপজেলা থেকে আসা তরিকুল ইসলাম বলেন, 'আমরা ২ হাজার নেতা-কর্মী নিয়ে বরিশাল এসেছি। খাবারের সমস্যা যেন না হয়, এ জন্য চাল-ডাল এমনকি লাকড়ি পর্যন্ত সঙ্গে নিয়ে এসেছি।'

উদ্যান ঘুরে দেখা যায়, কোথাও কোথাও নেতা-কর্মীরা গোল হয়ে বসে নিজেদের মধ্যে আলোচনা সেরে নিচ্ছেন।  কেউ গাছ কিংবা সামিয়ানার ছায়ায় বিশ্রাম নিচ্ছেন।

ছবি: টিটু দাস/স্টার

উদ্যানেই কথা হয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুনের সঙ্গে। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'এখানে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যতই বাধা দেওয়া হচ্ছে, ভালোবাসার বন্ধন ততই দৃঢ় হচ্ছে।'

ব্যানার-বিলবোর্ডে ছেয়ে গেছে শহর

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশের আগে গোটা শহর ছেয়ে গেছে ব্যানার আর বিলবোর্ডে। নগরীর সদর রোড, জিলা স্কুল মোড়, রাজা বাহাদুর সড়ক কিংবা লঞ্চঘাট- সবখানেই বর্ণিল ব্যানার আর বিলবোর্ডের প্রদর্শনী যেন।

নগরীর প্রিন্টিং প্রেস 'মাস্টার মিডিয়া'র ব্যবস্থাপক জানান, ব্যানার-ফেস্টুনের অত্যাধিক চাহিদার কারণে শ্রক্রবারও তাদের ছাপাখানা খুলে রাখতে হয়েছে।

ছবি: স্টার

অশ্বিনী কুমার হল যেন বিএনপির কার্যালয়

অশ্বিনী কুমার হলের অবস্থান বরিশাল শহরের কেন্দ্রস্থলে। এর পাশেই জেলা বিএনপির অফিস। ব্যানার-ফেস্টুনে বিএনপি কার্যালয় ছাড়াও অশ্বিনী কুমার হলের চারপাশ ছেয়ে গেছে। এখন সেটাকেই মনে হচ্ছে বিএনপির দলীয় কার্যালয়।

নৌপথে বরিশাল আসছেন হাজারো নেতা-কর্মী

নদী ও খালনির্ভর বরিশালে যাতায়াতের অন্যতম বাহন লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও নৌকাসহ বিভিন্ন ধরনের নৌযান। সমাবেশের আগে গতকাল বৃহস্পতিবার পূর্বঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তা সত্ত্বেও দূর-দূরান্ত থেকে নৌপথে বিএনপির হাজারো নেতা-কর্মী আসছেন বরিশালে। তারা সরাসরি ঘাটে না নেমে একটু দূরে অবস্থান করছেন।

ছবি: টিটু দাস/স্টার

ভোলা থেকে ১০০ ট্রলার ও একটি লঞ্চ বৃহস্পতিবার মধ্যরাতে কীর্তনখোলা নদীর তীরে এসে পৌঁছায়। এসব লঞ্চ ও ট্রলারে অন্তত ১০ হাজার মানুষ আসেন।

নাজমুল আলম নামে চরফ্যাশন থেকে আসা এক যুবক জানান, তারা কয়েক হাজার নেতা-কর্মী অনেকটা ঘুর পথে বরিশালে এসে পৌঁছেছেন।

ভোলা ছাড়াও পটুয়াখালী ও বরগুনা থেকে ট্রলারে করে বরিশাল পৌঁছেছেন অনেকে।

Comments

The Daily Star  | English

Democracy ends where leadership begins

The Daily Star analysis of 25 political parties

11h ago