মৌলভীবাজারে ভাইয়ের হাতে বৃদ্ধ ভাই খুন, ভাবি আহত

মৌলভীবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভাইয়ের হাতে পুতুল সিংহ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে আহত হন পুতুল। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন তার স্ত্রী লক্ষ্মীরাণীও আহত হন। তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় মৌলভীবাজার সদর হাসপাতালে। আজ ভোররাতে কর্তব্যরত চিকিৎসক পুতুলকে মৃত ঘোষণা করেন।

শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লক্ষ্মীরাণীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেশীরা জানান, দীর্ঘ দিন ধরে পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে বিপিন পুতুলের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্বামীকে বাঁচাতে গিয়ে পুতুলের স্ত্রী লক্ষ্মীরাণীও আহত হন। এলাকাবাসী এগিয়ে গেলে বিপিন পালিয়ে যান।

সঞ্চয় চক্রবর্তী বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Comments

The Daily Star  | English