একদিনে ২৩টি ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সংবাদ দেখানো হচ্ছে। ২ নভেম্বর, ২০২২। ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া বুধবার সমুদ্রে কমপক্ষে ২৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স বলছে, এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার উপকূল থেকে ৬০ কিলোমিটারেরও (৪০ মাইল) কম দূরত্বে অবতরণ করে। এ ঘটনাকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল 'আঞ্চলিক দখলদারিত্ব' ও উসকানি হিসেবে অভিহিত করেছেন।

১৯৪৫ সালে উপদ্বীপটি বিভক্ত হওয়ার পর থেকে এই প্রথম কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণের জলসীমার এত কাছে অবতরণ করল। একইসঙ্গে এটি ১ দিনের মধ্যে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া বিমান হামলার সতর্কতা জারি করেছে এবং এর জবাবে নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

রয়টার্স বলছে, ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার জলসীমার বাইরে বিতর্কিত আন্তঃকোরিয়ান সামুদ্রিক সীমান্ত নর্দার্ন লিমিট লাইনের (এনএলএল) দক্ষিণে অবতরণ করে।

এর জবাবে দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলো এনএলএল-এর ওপারে উত্তরে সমুদ্রে ৩টি এয়ার-টু-গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

একজন কর্মকর্তা বলেন, ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে এজিএম-৮৪এইচ/কে স্ল্যাম-ইআর অন্তর্ভুক্ত আছে।

দক্ষিণের প্রেসিডেন্টের অফিস 'দ্রুত এবং দৃঢ় প্রতিক্রিয়া'র প্রতিজ্ঞা করার পর দক্ষিণ কোরিয়াও ক্ষেপণাস্ত্র ছোড়ে।

প্রেসিডেন্ট ইউন সুক-ইয়োল বলেছেন, ২ কোরিয়া বিভাগের পর প্রথমবারের মতো এনএলএল-এ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ উত্তর কোরিয়ার পরিষ্কার উসকানি।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

5h ago