১ হাজার ৯২৯ জনকে নিয়োগ দিয়ে ৪০তম বিসিএসের গেজেট

৪৩তম বিসিএস
ফাইল ফটো

বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৯২৯ জনকে নিয়োগ দিয়ে ৪০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার গেজেট প্রকাশিত হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ প্রাপ্তদের আগামী ৪ ডিসেম্বর সংশ্লিষ্ট দপ্তরে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

৪০তম বিসিএসে মোট ২ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৯৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করেছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

তাদের মধ্যে ৩৪ জনের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশিত হয়েছে।

গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। মোট ১০ হাজার ৯৬৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

৪০তম বিসিএসে অংশ নিতে মোট ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছিলেন।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

10h ago