মহার্ঘ ভাতা নিয়ে ‘অবগত নন’ অর্থ উপদেষ্টা

ব্যাংকিং খাত
সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের 'মহার্ঘ ভাতা' সংক্রান্ত কোনো ঘোষণা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'কে করল এই ঘোষণা? আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি এটা ঘোষণা করিনি।'

বার্তাসংস্থা ইউএনবির প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান বলেছিলেন, ৩০ জুনের আগেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে।

মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য মোখলেসুর রহমান বলেন, বিষয়টি নিয়ে দুটি বৈঠক হয়েছে। তবে, কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তা তিনি জানাননি।

এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমি নেইনি। যদি কোনো প্রস্তাব আসে, তাহলে আমরা আলোচনা করব।

মহার্ঘ ভাতার বিষয়টি সমর্থন করেন কি না, তা স্পষ্ট করেননি অর্থ উপদেষ্টা।

রেলওয়ের কর্মীদের দাবির বিষয়ে তিনি বলেন, 'কিছু যৌক্তিক দাবি পূরণ হয়েছে। বিভিন্ন সেক্টর থেকে দাবি আসতে থাকে। সব দাবি পূরণ করা সম্ভব না হলেও আমরা যৌক্তিক দাবিগুলো সমাধানের চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago