৪০ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাল ভারত

৭২ দিন আটকা থাকার পর ৪০ বাংলাদেশি জেলেকে দেশে ফেরত পাঠাল ভারত। ছবি: সংগৃহীত

ভারতে আটকে থাকা ৪০ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠিয়েছে ভারত। ৭২ দিন আটকা থাকার পর তাদের দেশে ফেরত পাঠানো হলো।

আজ মঙ্গলবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ১৯ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানে মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার ডুবে যায়। ট্রলারের জেলেরা সমুদ্রে ভাসতে ভাসতে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় প্রবেশ করে। ভারতীয় সীমান্ত বাহিনী তাদের আটক করে। ৭২ দিন আটক থাকার পর আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের দেশে ফেরত আনা হয়েছে। ইতোমধ্যে ইউনুছ আলী নামে একজন জেলের মৃত্যু হয়। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগরে ট্রলারডুবির ঘটনার পরপরই জেলেদের ফিরিয়ে আনতে একাধিকবার ভারতে গিয়েছি। ভারতের একটি আশ্রয়কেন্দ্রে ৪০ জন জেলেকে আটক রাখা হয়েছিল।'

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে নিয়ে ফেরত আসা জেলেদের এনজিও সংস্থা জাস্টিজ কেয়ার তাদের স্বজনদের কাছে ফেরত পাঠিয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

53m ago