গাইবান্ধা মার্কা নির্বাচন আর করতে দেওয়া হবে না: মির্জা আব্বাস

টাঙ্গাইল জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন মির্জা আব্বাস। ছবি: স্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, নিশিরাতের ভোট ডাকাত সরকারের সহযোগী বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন হবে না। গাইবান্ধা মার্কা নির্বাচন বাংলাদেশে আর করতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে। 

আজ মঙ্গলবার টাঙ্গাইল শহরের কাগমারা ঈদগাহ মাঠে টাঙ্গাইল জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, 'এই সরকার লুটেরা সরকার, এই সরকার ডাকাত সরকার এবং এই সরকার একটি দুর্ভিক্ষের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, চুরি করবে, ডাকাতি করবে, তাহলে দুর্ভিক্ষ থাকবে না তা হতে পারে না। তবে দেশে দুর্ভিক্ষ আসার আগেই জনগণ এ সরকারের পতন ঘটাবে।'

তিনি আরও বলেন, 'দেশে গণতন্ত্র দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বেগম খালেদা জিয়া। আর গণতন্ত্র হত্যা করেছেন শেখ হাসিনা।' 

বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলার আহ্বায়ক আহমেদ আযমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন টিটু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, ওবায়দুল হক নাসির এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

কাউন্সিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৩৫০ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে স্থানীয় নেতৃত্ব নির্বাচিত করছেন।

Comments

The Daily Star  | English
Yunus condemns lawyer’s murder in Chattogram

Keep calm, refrain from violence

Chief Adviser Prof Muhammad Yunus yesterday condemned the murder of a lawyer in the port city of Chattogram.

49m ago