পল্লবীতে স্কুলছাত্র হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার পল্লবী এলাকায় স্কুলছাত্র হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত-৭ এর বিচারক তাহসিন ইফতেখার আসামিদের উপস্থিতি এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—মো. ফয়সাল, মো. আশিকুর রহমান, মো. রাসেল, মো. ওলি মিয়া, মো. সাদ্দাম হোসেন, রাব্বি ওরফে ছোটু, মো. ইমরান হোসেন ও মো. রাশিদুল আলম।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত শাহীনুর বেগম ও নান্নু মিয়াকে খালাস দিয়েছেন। এই মামলায় রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্লবীর সি-ব্লকের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে মেহেদী হাসানের (১৬) মরদেহ উদ্ধার করা হয়। মেহেদী মিরপুর বাংলা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

তার স্বজনের দাবি, এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মেহেদীকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরে মেহেদীর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছিলেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মকসেদুর রহমান ২০১৭ সালের ১২ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

২০১৯ সালের ১ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments

The Daily Star  | English